Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেক থেকে ৮ দালাল আটক

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ৮ জন রোগী ধরা দালালকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লক্ষীপুর পুলিশ বক্সের একটি দল রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার সেলিম রেজা, সাগর আলী মিন্টু, নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার মুকুল ইসলাম, নগরীর কাঁঠালবাড়িয়া এলাকার রয়েল হোসেন অপু, একই থানার কাশিয়াডাঙ্গা এলাকার সালাউদ্দিন সুমন, মারুফ হোসেন, বাগমারা থানার ছোট কয়রা গ্রামের সফিউল ইসলাম ও নগরীর চন্দ্রিমা থানার নতুন কলোনি এলাকার আনারুলের স্ত্রী রাজিয়া খাতুন।
জানা গেছে, পুলিশের হাতে আটককৃত দালালরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালের বহির্বিভাগ ও ইনডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের কম খরচে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দিবে এমন প্রলোভন দেখিয়ে বাইরের নিম্নমানের ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। তাদের পছন্দের প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে কমিশনের বিনিময়ে পরীক্ষা-নিরীক্ষা করায় ও নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা আদায় করে। কেউ প্রতিবাদ করলে দালালরা তাদের উপর চড়াও হয় এবং মারমুখী আচরণ করে।
এছাড়াও চিকিৎসকরা সেসব ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট অনেক সময় দেখেন না। এ জন্য রোগীদের বেশি টাকা খরচ করে আবার অন্য প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করাতে হয়। গতকাল মঙ্গলবারও আটক দালালরা রোগী ধরার ওৎ পেতে ছিল। এ সময় নগরীর লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বিষয়টি জানতে পেরে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে তাদের আটক করে। পরে তাদের রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।
লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ এটিএসআই মাহবুব রহমান বলেন, রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে নারীসহ ৮ জন দালালকে আটক করা হয়েছে। তাদের রাজপাড়া থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা সবাই পেশাদার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ