Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডার্থ ভেডারের ভূমিকায় ফিরছেন হেইডেন ক্রিস্টেনসেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম


‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজের স্রষ্টা জর্জ লুকাস নিজে হেইডেন ক্রিস্টেনসেনকে সিরিজের প্রিকুয়েল ট্রিলজির অ্যানাকিন স্কাইওয়াকার চরিত্রের জন্য আবিষ্কার করেছিলেন । ‘স্টার ওয়ার্স’ সিরিজের ভক্তরা জানেন অ্যানাকিন আসলে ল্যুক আর প্রিন্সেস লিয়া’র বাবা। অ্যানাকিন প্রথমে জেডাই নাইট ছিল, পরে সে ডার্ক সাইডের কাছে নিজেকে সঁপে দেয় এবং ডার্থ ভেডারে পরিণত হয়। ‘স্টার ওয়ার্স এপিসোড টু : অ্যাটাক অফ দ্য ক্লোন্স’পর্ব দিয়ে তার সিরিজে অভিষেক হয় এরপর তাকে শেষবার দেখা যায় ‘রিভেঞ্জ অফ দ্য সিথ’ পর্বে। ডিজনি ইনভেস্টর্স ডে’তে ক্রিস্টেনসেনের ফেরার ঘোষণা দিয়েছেন লুকাসফিল্মসের প্রেসিডেন্ট ক্যাথরিন কেনেডি। তাকে ডার্থ ভেডারের ভূমিকায় দেখা যাবে ডিজনির ‘ওবি ওয়ান-কেনোবি’ ওয়েব সিরিজে। এই সিরিজে আরও ফিরবেন ইওয়ান ম্যাকগ্রেগর কেন্দ্রীয় ভূমিকায়। এই সিরিজটি নির্মিত হবে ‘স্টার ওয়ার্স ইউনিভার্স’-এর অধীনে। লুকাসফিল্মসের মুখপাত্র জানিয়েছে, নতুন এই সিরিজের কাহিনী শুরু হবে ‘রিভেঞ্জ অফ দ্য সিথ’-এর ১০ বছর পর থেকে। আরও ফিরবেন জেনেভিভ ও’রাইলি (মন মথমা’র ভূমিকায়), স্টেলান স্কার্সগার্ড, কাইল স্টলার, ডেনিস গো এবং এড্রিয়া আর্জোনা। জোবি হ্যারল্ড সিরিজের চিত্রনাট্য লিখবেন, তিনি হোসাইন আমিনির স্থলাভিষিক্ত হচ্ছেন; আমিনি গত জানুয়ারিতে দায়িত্ব ছেড়েছেন। কেনেডি জানিয়েছেন, ২০২১ সালে সিরিজের কাজ শুরু হবে। ডিজনি প্লাসে সিরিজটি স্ট্রিম হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ