Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কে হচ্ছেন নৌকার প্রার্থী

সৈয়দপুর পৌরসভা নির্বাচন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আ.লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ এখন তুঙ্গে। তবে কে পাচ্ছেন নৌকার টিকেট তা নিয়ে বিভিন্ন জনসমাগমে চলছে নানা জল্পনা-কল্পনা। যোগ্য হিসেবে নিজেকে জাহির করতে প্রায় ডজন খানেক প্রার্থী বিভিন্ন মাধ্যমে প্রচারনা চালালেও বর্ধিত সভায় ৮ জনের নাম সুপারশি করা হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় হাইকমান্ডের শীর্ষ নেতাদের কাছে চেষ্টা-তদবির ও লবিং অব্যাহত রেখেছেন।
জানা যায়, নানা জল্পনা-কল্পনা ও আশঙ্কার মধ্যে অবশেষে ২য় ধাপে বিএনপির ঘাটি বলে পরিচিত এ পৌরসভায় নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। দীর্ঘদিন থেকে নানা ইস্যুতে বিভক্ত স্থানীয় আ.লীগ। এদিকে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাশীল এ দলে দ্বিধা-বিভক্তি প্রকাশ্য রূপ নিয়েছে। দলের একনিষ্ঠ কর্মীরা বলছেন ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতারা দলীয় কোন্দল সৃষ্টি করেছে। এটা অব্যাহত থাকলে দলকে এর মাশুল দিতে হবে। কেন্দ্রে ৩ জনের নাম পাঠানোর নির্দেশনা থাকলেও গত ৬ ডিসেম্বর আয়োজিত উপজেলা আ.লীগ বর্ধিত সভায় ৮ জনের নাম সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছে উপজেলা আ.লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আ.লীগ নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল সাখাওযাৎ হোসেন খোকন, আ.লীগ নেতা প্রকৌশলী একে এম রাশেদুজ্জামান রাশেদ, প্রকৌশলী সেকেন্দার আলী, কৃষকলীগ নেতা পিকে সাইদুল ও যুবলীগ নেতা মোস্তফা ফিরোজের নাম।
তবে আ.লীগ নেতারা বলছেন, প্রার্থীর নাম ঘোষণা করা হলে সকল বিভক্তি নিরসন হবে। পৌার আ.লীগ কর্মী জাহাঙ্গির হোসেন ডাবলু বলেন, দল যাকে মনোয়ন দিবে সবাই তার পক্ষে কাজ করলে জয় এবার নিশ্চিত। সৈয়দপুর পৌর আ.লীগের নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল সাখাওযাৎ হোসেন খোকন বলেন, কেন্দ্র যাচাই-বাছাই সাপেক্ষে যাকে প্রার্থী মনোনিত করবে দলের সকল নেতাকর্মী এক্যবদ্ধ হয়ে জয়ের লক্ষ্য নিয়ে কাজ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ