Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিরোধক সামগ্রী বিতরণ

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ব্যাটালিয়ন রমনা রেজিমেন্ট-৩। বিজয়ের মাসে জনসাধারণের কাছে করোনা মহামারি ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক মানববন্ধন, র‌্যালি, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও প্রতিরোধে দুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ। আলোচনায় অংশ নেন প্রধান অতিথি সরকারি কুমুদিনী কলেজের প্রিন্সিপাল আব্দুলের রমনা রেজিমেন্টের অ্যাডজুটেন্ট মেজর সৌমেন কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিএনসিসির ১২০ জন ক্যাডেট, বিএনসিসিও, পিইউও, টিইউও অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ