Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৯ বছরেও স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা আবুু বক্কর

মো. আশিকুর রহমান টুটুল, লালপুুর (নাটোর) থেকে | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

স্বাধীনতার ৪৯ বছরেও স্বীকৃতি পাননি লালপুরের বীর মুুক্তিযোদ্ধা আবু বক্কর। ১৯৭১ সাল দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশ স্বাধীনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন লালপুর উপজেলার গৌরপুর গ্রামের নৈইব উদ্দিনের ১৮ বছরের তরুণ ছেলে আবু বক্কর। দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর কিন্ত আজও মেলেনি তার স্বীকৃতি। ১৫ বছর ধরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। পাননি সরকারি কোনো সুবিধা।
সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায়, প্রায় শারিরিক প্রতিবন্ধী হয়ে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন আবু বক্কর। প্রায় ১৫ বছর আগে স্ট্রোক করে বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। কোনো রকমে খুড়িয়ে চলাফেরা করেন তিনি। জানতে চাইলে দুঃখভরা কন্ঠে তিনি বলেন, ১৯৭১ সালের এপ্রিল মাসে কাতলাবাড়ি শেখপাড়া প্রাথমিক ক্যাম্পে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করেন তিনি। সেখানে ১৪ দিন থাকার পরে তিনি ভারতের মুর্শিদাবাদ পানিপিয়া ইউথ ক্যাম্পে ব্রেভো কোম্পানিতে ক্যাপ্টেন আর কে শার্মার আন্ডারে যোগদান করে প্রশিক্ষণ গ্রহণ করেন। তার রাইফেলে নম্বর ৩০৩। সে সময় ক্যাম্প ইনর্চাজ ছিলেন তৎকালীন ছাত্রনেতা ও বর্তমান নাটোর-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। তার পর থেকে দেশে পাক হানাদার বাহীনর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেন।
পরে যে কোনোভাবে ১৯৯৬ সালে তালিকা থেকে তার নামটি বাদ পড়ে। দ্বারে দ্বারে ঘুরেও তার নাম মুুক্তিযোদ্ধা হিসেবে লিপিবদ্ধ করতে পরেননি তিনি। তিনি আরো বলেন, দুই ছেলে দুই মেয়েসহ ৬ সদস্যর সংসার তার। দীর্ঘ ৪৯ বছরে একটি টাকাও সাহায্য জোটেনি। কিন্তু দেশের জন্য যুদ্ধ করেছেন অথচ কোনো সরকারই আমাদের মনে রাখেনি, দেয়নি মুক্তিযোদ্ধার স্বীকৃতিও। তার একটিই ইচ্ছা মৃত্যুর আগে মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে তিনি মৃত্যুবরণ করতে চান।



 

Show all comments
  • মোহাম্মদ কফিল উদ্দিন ১৭ ডিসেম্বর, ২০২০, ১:০৮ এএম says : 0
    এমন টা ছড়িয়ে আছেন বাংলাদেশের আনাচকানাচে। বীর মুক্তিযোদ্ধা যাদের ডাক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে না। তেমনি আছেন আমার গ্রামে,ঐ বীর রিক্সা চালিয়ে জীবনের শেষ ক্ষণ গুনছেন। সহযোগিতা কামনা করছি আপনার মাধ্যমে একটি ভালো কাজ করতে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ