রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক স্বপদে বহাল রয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দাবি করেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে মিথ্যা তথ্য দিয়েছে। সে যুবলীগের বহিস্কৃত নেতা প্রচার করে তার মান সম্মান ক্ষুন্ন করছে।
সংবাদ সম্মেলনে আব্দুল খালেক বলেন, সে দীর্ঘ দিন ধরে আ.লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি আওয়ামী যুবলীগের সাটুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন বলেন। মানিকগঞ্জ জেলার ও সাটুরিয়া উপজেলার দলীয় বিভিন্ন কর্মকান্ড অত্যন্ত বিশ্বস্থতার সাথে পালন করছে।
তিনি আরও বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ জাহিদ মালেকের বিজয় সুনিশ্চিত করার জন্য তিনি বলিষ্ঠ ভ‚মিকা রাখে। সে কারণে একটি মহল সুপরিকল্পিতভাবে তাকে ষরযন্ত্রমূলক রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপণ্য করতে অপচেষ্টা চালায়। সংবাদ সম্মেলনে আব্দুল খালেক দাবি করেন, গত কয়েক দিন আগে তার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশ করে। সেখানে তাকে যুবলীগের বহিস্কৃত নেতা প্রচার করে তার মান সম্মান ক্ষুন্ন করছে। সে সব সংবাদের প্রতিবাদ জানিয়ে আব্দুল খালেক দাবি করেন সে সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।