Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর-নির্মাণের অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত আনছার আলীর ছেলে আজাহারুলের সুন্দরগঞ্জ মৌজার সিএস খতিয়ান-২৬, সাবেক দাগ নং- ৪০৮-এর ১৩ শতাংশ জমি উপজেলা প্রশাসন খাস খতিয়ান হিসেবে শনাক্ত করে সেখানে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের আবাসনের ঘর-নির্মাণ কাজ শুরু করে। এ ঘটনায় আজাহারুল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সুন্দরগঞ্জ, গাইবান্ধায় ১২৬/২০২০নং মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত উক্ত তফশিলভ‚ক্ত জমিতে অনধিকার প্রবেশসহ বাদীর ভোগ-দখলে বাধা-বিঘ্ন সৃষ্টি ও জমিতে মাটি কেটে পুকুর খনন বা বাড়ি-ঘর নির্মাণ বা জমির আকার পরিবর্তন করতে না পারে সেজন্য বিবাদী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিন জন বিবাদীকে অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।
এ অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞার নোটিশ গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌছানো হলেও আবাসন নির্মাণ কাজ চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত জমিটি খাস খতিয়ানভূক্ত। ওরা হয়তো ভুল তথ্য দিয়ে মামলা করেছে। আমরা সঠিক কাগজ-পত্র আদালতে উপস্থাপন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ