রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর-নির্মাণের অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত আনছার আলীর ছেলে আজাহারুলের সুন্দরগঞ্জ মৌজার সিএস খতিয়ান-২৬, সাবেক দাগ নং- ৪০৮-এর ১৩ শতাংশ জমি উপজেলা প্রশাসন খাস খতিয়ান হিসেবে শনাক্ত করে সেখানে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের আবাসনের ঘর-নির্মাণ কাজ শুরু করে। এ ঘটনায় আজাহারুল বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, সুন্দরগঞ্জ, গাইবান্ধায় ১২৬/২০২০নং মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত উক্ত তফশিলভ‚ক্ত জমিতে অনধিকার প্রবেশসহ বাদীর ভোগ-দখলে বাধা-বিঘ্ন সৃষ্টি ও জমিতে মাটি কেটে পুকুর খনন বা বাড়ি-ঘর নির্মাণ বা জমির আকার পরিবর্তন করতে না পারে সেজন্য বিবাদী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিন জন বিবাদীকে অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।
এ অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞার নোটিশ গত সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌছানো হলেও আবাসন নির্মাণ কাজ চলছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত জমিটি খাস খতিয়ানভূক্ত। ওরা হয়তো ভুল তথ্য দিয়ে মামলা করেছে। আমরা সঠিক কাগজ-পত্র আদালতে উপস্থাপন করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।