বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাল গ্রামে হাসিনা বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। হাসিনা বেগম ওই গ্রামের আবদুস সামাদ ওরফে বাবুর স্ত্রী।
স্থানীয়রা বলছেন, দাম্পত্য কলহের জেরে হাসিনা বেগমকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী বাবু ও শ্বশুর আসাদুল হক। হাসিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হতে পারে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে এখনও নিশ্চিত নয়।
গোদাগাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম আবু ফরহাদ জানান, হাসিনা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন- এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়।
ওসি জানান, তিন সন্তানের মা হাসিনা বেগমের লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, হাসিনা বেগমকে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হাসিনার শ্বশুর আসাদুল হক ওই গ্রামের আবুল কালাম ও আবদুল গফুর হত্যামামলারও আসামি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।