বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরের একটি বাঁশঝাড় থেকে হাজেরা খাতুন (৪৭) নামে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার নতুনপটকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হাজেরা স্থানীয় নতুনপটকা এলাকার আব্দুস সামাদের স্ত্রী।
শ্রীপুর থানার এসআই আব্দুল ছাত্তার জানান, বসতবাড়ি থেকে আনুমানিক ১৫০ গজ দূরে একটি বাঁশঝাড়ে এক রাখাল গরু নিয়ে যাওয়ার সময় ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।
নিহতের শরীরের কাপড়, মাথার চুলসহ শরীরের বিভিন্ন স্থান আগুনে পোড়া রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি আরো জানান, রোববার রাতেও হাজেরা তাদের বাড়িতে ছিলেন। আজ সকালে তাকে বাড়িতে দেখতে না পেলেও পরিবারের লোকজনের মনে করেছিলেন তিনি (হাজেরা খাতুন) হয়তো কোথাও গিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।