Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে টুকেরবাজারের ভয়াবহ অগ্নিকান্ড

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৮:১২ পিএম

সিলেট নগরীর টুকের বাজার এলাকায় গ্যাস এর বিস্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটেছে। আজ (রোববার) এই ঘটে অগ্নিকান্ডের ঘটনা । মুর্হুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। তবে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়ার্থ হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে এক্সেভেটর দিয়ে মাটি খননকালে এক্সেভেটর এর চাপে লিক হয়ে যায় স্থাপিত টানা গ্যাস লাইন। মূলত সেখান থেকেই ঘটে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা।
স্থানীয়রা জানান, ঘটনার পরই গ্যাস কর্তৃপক্ষকে ফোন দেওয়া হলেও বিলম্বে আসেন সংশ্লিষ্টরা। ঘটনায় স্থানীয় টুকেরগাওয়ের মোহাম্মদ সাইদ সহ আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সূত্র জানায়, ফায়ার সার্ভিসের তিন ইউনিট চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে হিমশীম খাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন। ফায়ার সার্ভিস কর্মীদের সাথে সাধারন মানুষও সর্বোচ্চ চালিয়ে যাচ্ছেন চেষ্টা। অপরদিকে, অগ্নিকান্ডকে কেন্দ্র করে সিলেট-সুনামগঞ্জ সড়কে টুকের বাজার থেকে লামাকাজী এবং টুকের বাজার থেকে আখালিয়া পর্যন্ত অপ্রতাশিত যানজটের সৃষ্টি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ