Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে সাংবাদিকদের জঙ্গিবিরোধী মানববন্ধন

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিকরা মানববন্ধন করেছেন।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইনের সংবাদ কর্মীরা অংশ নেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক শাহাবুদ্দিন, অলক সরকার, সফিখান, রাজু মোস্তাফিজ, ইউসুফ আলমগীর, তৌহিদুল ইসলাম বকসী, দুলাল বোস, ফজলে এলাহী স্বপন, ওয়াহিদুজ্জামান তুহিন, বাদশা সৈকত, জাহিদুল ইসলাম, শাহীন আহমেদ, শাহা আলম, এবি সিদ্দিক প্রমুখ।
বক্তারা ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ