Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল্লামা নুর হুসাইন কাসেমী ছিলেন যুগ শ্রেষ্ঠ ইসলামী এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা-এম.এ রকিব এডভোকেট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৬:২৫ পিএম

হেফাজতে ইসলাম ও জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব এবং ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি, ২০ দলের অন্যতম শীর্ষ নেতা শায়খুল হাদিস আল্লামা নুর হুসাইন কাসেমী রহ: এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুল রকিব এডভোকেট ও ইসলামী ঐক্য জোটের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম। এক যৌথ শোকবার্তায় মরহুম কাসেমী এই দেশের ইসলামী আন্দোলন ও গণতান্ত্রিক আন্দোলনের একজন আত্মত্যাগী সর্বজন শ্রদ্ধেয় নেতা ছিলেন। তিনি মাদরাসা শিক্ষা আন্দোলনের একজন অগ্রনায়ক হিসাবে সমগ্র বাংলাদেশে কওমি মাদরাসা সমূহের সংগঠন বেফাকুল আরবিয়া বাংলাদেশের নির্বাচিত সহ সভাপতি ছিলেন। রাজধানীর ঢাকার বারীধারায় কামিল মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদরাসা প্রতিষ্ঠায় তার অপূরণীয় অবদান রয়েছে। যা জাতি যুগ যুগ ধরে হযরত আল্লামা কাসেমীকে স্মরণ করবে। তাঁকে জান্নাতে উচ্চ মুকাম দান করার জন্য নেতৃবৃন্দ মহান আল্লাহার দরবারে মোনাজাত করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ