Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯৯৯ এ কল, নোয়াখালীর সেনবাগে বখাটে গ্রেফতার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৬:১০ পিএম

সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে ১০বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে জাতীয় জরুরি সেবা হটলাইন ৯৯৯ এ কল দিয়ে বখাটেকে পুলিশে ধরিয়ে দিল শিশুটির মা। গ্রেপ্তারকৃত বখাটে হারুন উর রশিদ হারুন (৩৮) পেশায় একজন চা দোকানদার।

রবিবার সকালে নির্যাতিতা শিশুটির মা বাদী হয়ে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত হারুন উর রশিদ উত্তর সাহাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই শিশু (১০) সাহাপুর স্টিল ব্রিজের পাশে হারুনের চা দোকানে যায় সিঙ্গারা নেওয়ার জন্য। শিশুটিকে একা পেয়ে হারুন তাকে ডেকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে দোকান বন্ধ করে শিশুটিকে যৌন নির্যাতন করে হারুন। এসময় শিশুটির চিৎকারে পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে দোকান খুলে শিশুটিকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেলে শিশুটির মা ৯৯৯ এ কল দিয়ে বিষয়ে জানালে সেনবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা এর দায়ের করা মামলায় বখাটে হারুনকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ