Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে ৬ ব্যারেল চোরাই তেল জব্দ

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৫:৩৫ পিএম

ভোলার দৌলতখানে ছয় ব্যারেল চোরাই কেরোসিন (ডিজেল) তেল জব্দ করেছে দৌলতখান থানা পুলিশ। আজ রোববার (১৩ডিসেম্বর) বিকালে দৌলতখান থানা পুলিশের একটি টিম উপজেলার পৌরসভা রাধাভল্লব বাজারের মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিতেক্ত অবস্থায় এসব চোরাই তেল জব্দ করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, দৌলতখান চৌকিঘাট এলাকায় চোরাই তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত চট্রগ্রাম থেকে নৌ-পথে আসা সরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ থেকে নামানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতখান রাধাভল্লব মাছঘাট এলাকা থেকে ছয় ব্যারেল চোরাই তেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে । এসময় এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়িন । তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ