Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউফলে আমন ধানে ‘ফলস স্ট্যান্ড’ পোকার আক্রমন দিশেহারা কৃষক

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ৫:৩২ পিএম

বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধানে (বিরি-৫২) ফলস স্ট্যান্ড (লক্ষ্মীগু) পোকার আক্রমন দেখা দিয়েছে। ধান পাকার মুহূর্তে এই পোকার আক্রমন দেখা দেয়ায় দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা ।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দাশপাড়া, নওমালা, আদাবাড়িয়া, বগা, কাছিপাড়া, সূর্যমনি, কালিশুরি, ধুলিয়া, কালাইয়া ও চন্দ্রদ্বিপ ইউনিয়নে এই পোকার উপদ্রব বেশি দেখা দিয়েছে। আর কয়েক দিন পর আগাম জাতের এই আমন ধান কাটা শুরু হবে। তার আগে এই পোকার উপদ্রব কৃষকদের হতাশ করেছে।দাশপাড়া ইউনিয়নের কৃষক আলী হোসেন জানান,১০-১২ দিনের মধ্যে ধান কাট শুরু হবে। এর আগে এই লক্ষ্মীগু পোকার আক্রমন দেখা দেয়ায় অর্ধেকেরও বেশি ধান খেতেই বিনষ্ট হবে। কালো গোলাকৃতির এই পোকা ধানের ছড়ায় বাসা বাধে এবং তা কয়েক দিনের মধ্যে বিস্তার লাভ করে ধানের ছড়া কেটে ফেলে।মদনপুর ইউনিয়নের কৃষক আলতাফ মৃধা জানান , তিনি এ বছর ২ একর জমিতে আগাম জাতের আমন ধান (বিরি-৫২) চাষ করেছেন। ধান পাকা শুরু করেছে। কিন্তু ওই ধানের ছড়ায় লক্ষ্মীগু পোকার আক্রমনের ফলে অর্ধেকেরও বেশী ধান বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি আরও জানান, ধানের ছড়ায় এই পোকা মহামারি আকারে ছড়িয়ে পরার আশঙ্কায় অনেক কৃষক ইতিমধ্যে আদাপাকা ধান কেটে ঘরে তুলছেন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৩ হাজার ৩শ৫০ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান (বিরি-৫২) চাষ করা হয়েছে।বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, এই পোকার নাম হচ্ছে ‘ফলস স্ট্যান্ড’। দেখতে কালো গোলাকৃতি বস্তুরমত । এর ভিতরে পোকা থাকে যাকে ইংরেজী ভাষা বলা হয় ‘ ক্লামাইজোস্পোর’ বাংলায় ভাষায় বলা হয় ‘অনুজীব’। এই পেকা আস্তে আস্তে বিস্তার লাভ করে ধানের ছড়ায় ছড়িয়ে পরে এবং একপর্যায়ে ধানের ছড়া কেটে ফেলে । তিনি এই পোকার আক্রমনের হাত থেকে ধান রক্ষার জন্য ‘কার্বেনডাজিংন’ গ্রুপের যেমন, নাইন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিয়েছেন। এ ছাড়াও তিনি ওই জমিতে পরবর্তীতে চাষাবাদের জন্য এক গ্রাম বেবিস্টিন অথবা বিটমেক্স ওষুধ এক কেজি বীজে ভাল ভাবে মিশিয়ে শোধন করার জন্য বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ