Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গাইবান্ধায় ১৫ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা পৌর শহরের ১ নম্বর রেলগেটের পূর্ব পাশের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত জিনিয়াস কম্পিউটারের স্বত্বাধিকারী শাহিন মিয়া বলেন, রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় আমার প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

অটো কর্ণারের টিপু মিয়া জানান, এ দুর্ঘটনায় তার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে তার ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গত রাত থেকে শহরের ১ নম্বর ট্রাফিক মোড়ে বিদ্যুৎ ছিল না। তাহলে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে না। শত্রুতামূলক কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) আব্দুস সামাদ বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে তদন্ত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ