বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : শিমুলিয়া কাওড়াকান্দি নৌ রুটের মুন্সীগঞ্জের লৌহজং পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
আজ সোমবার সকাল থেকে কাওড়াকান্দির উদ্দেশে ছেড়ে যাওয়া ৬টি ফেরি মধ্যে ৫টি ফেরি লৌহজং টার্নিং থেকে ফেরত আসে। ফেরত আসা ফেরিগুলো মধ্যে রো-রো ফেরি সংখ্যা বেশি।
শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, চ্যানেলে হঠাৎ করেই পানি কমে গেছে। তাছাড়া একই সময়ে ড্রেজিং চলছে, তাই ফেরি চলাচল ব্যআহত হচ্ছে। ফেরি চলাচল ব্যহত হওয়ায় পারাপারে জন্য গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। পানির গভীরতা ৭ ফুট দরকার এখন নৌ-চ্যানেলে অনেক পয়েন্টে ৬ ফুটের কম রয়েছে। তাই সকাল থেকে রো রো ফেরি ফেরত আসে। শুধু ফ্ল্যাট বা ছোট ফেরি চলাচল করছে।
এদিকে ফেরি চলাচল ব্যহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ৪ শতাধিক যানবাহন রয়েছে পারাপারের অপেক্ষায়। গতকাল ঝড়ের কারণে বিকেল ৫টা খেকে ফেরিসহ সকল নৌযান বন্ধ ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।