Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ৪ বছর পর অপহৃত যুবকের কঙ্কাল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ৯:৪৪ পিএম | আপডেট : ৯:৪৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে অপহরণের ৪ বছর পর সালাউদ্দিন নামে এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে মামলার তদন্তকারী সংস্থা
সিআইডি।
শনিবার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ইউনিয়নের পাহাড়ের পাদদেশ ত্রিপুরাপাড়া থেকে আসামীর স্বীকারোক্তি অনুযায়ী মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।

সিআইডি চট্টগ্রামের পরিদর্শক মুহাম্মদ শরীফ উদ্দীন সাংবাদিকদের বলেন, ২০১৬ সাল থেকে গুম ছিলেন সালাউদ্দিন। এই মামলার তদন্ত করতে গিয়ে আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে ত্রিপুরাপাড়া থেকে সালাউদ্দিনের কঙ্কাল উদ্ধার করা হয়।
২০১৬ সালে বউয়ের সাথে পরকীয়ার জেরে সালাউদ্দিনকে গুম করে পাহাড়ের পাদদেশে নিয়ে খুন করে লাশটি মাটিতে পুঁতে ফেলা হয়।
থানা পুলিশ দুই বছর মামলা তদন্ত করার পর ২০১৮ সালে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।

হতভাগ্য সালাউদ্দিন কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দীঘিরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ