রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আয়োজনে তিতাস উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাড. রেজাউল ইসলাম ভঁ‚ইয়া।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান লুৎফুর রেজা খোকনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা-২ আসনের সাবেক এমপি আলহাজ আমির হোসেন ভ‚ঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোসা. নাজমা আক্তার এমপি, সালমা ইসলাম শারমিন, মো. এমরান হোসেন মিয়া, আলমগীর সিকদার লোটন, মৌলভী মো. ইলিয়াস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন। এছাড়াও আরও বক্তব্য রাখেন, সৈয়দ ইফতেকার আহসান হাসান, তিতাস উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ও তিতাস উপজেলা যুব সংহতির আহ্বায়ক মো. শেখ ফরিদ মুন্সি প্রমুখ। এ সময় বক্তারা হোসাইন মো. এরশাদের শাসনামলে রাষ্ট্রীয় উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরেন এবং সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে নেতাকর্মীদের পরামর্শ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।