Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় টিকাদান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. এনামুল হাসান, ডা. সুবল চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এই কার্যক্রমের আওতায় পৌর এলাকার ৯ মাস থেকে ১০ বছর বয়সের ৬৫ হাজার ৩৫০ জন শিশুকে এবং পর্যায়ক্রমে জেলায় প্রায় ১০ লাখ শিশুকে এই হাম-রুবেলা টিকা দেয়া হবে।
সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, প্রচলিত টিকার বাইরে হাম-রুবেলা প্রতিরোধে অতিরিক্ত টিকা হিসেবে এই টিকা দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ