Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডুমুরিয়ার চুকনগরে বাস চাপায় দুই সহোদর নিহত

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ৭:৪৮ পিএম

ডুমুরিয়ার চুকনগরে বাসের চাপায় দুই সহোদর নিহত হয়েছে। আজ শনিবার বিকালে ৪ টার দিকে চুকনগর-যশোর সড়কের শুকুর আলির বাড়ির সামনে একটি গ্যারেজে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
ডুমুরিয়া সংবাদদাতা আশরাফুল ইসলাম জানান, ডুমুরিয়া উপজেলার রোম্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে সাব্বির হোসেন (১৫) সহদর রাকিবুল হাসান (৫) ও তার মাকে নিয়ে ভ্যান যোগে চুকনগর বাজার যায় । এরপর ভ্যানটি মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এসময় যশোর থেকে ছেড়ে আসা চুকনগর গামী (ঢাকা মেট্রো-১৪-১৩০০) নম্বর দ্রুতগতির যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভিতর ঢুকে পড়ে। এতে প্রচণ্ড আঘাতে রাকিবুল হাসান (৫) ঘটনাস্থলেই নিহত হয়, গুরতর আহত হয় বড় ভাই সাব্বির হোসেন(১৫)। খবর পেয়ে স্থানীয় লােকজন ও পুলিশ আহতকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে চুকনগর হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান,ঘটনা স্থাল থেকে হতাহতদের উদ্ধার এবং ঘাতক বসটি আটক করা হয়েছে তবে বাস চালক পালিয়ে গেছে। চালক বাসের নিয়ন্ত্রন হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের ঐ কর্মকর্তা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ