Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালের কার্ণিশে নবজাতকের লাশ

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

নাটোর সদর হাসপাতালে জানালার কার্নিশ থেকে সদ্য এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে লাশটি সবার নজরে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নবজাতকের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অভিযুক্ত দম্পতি হলো- নাটোর সদর উপজেলার নেওগুড়িয়া এলাকার আব্দুল্লাহ রাজ্জাকের ছেলে রাজিব এবং লালপুর উপজেলার আব্দুলপুরের বড়বাড়ী এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুইটি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত পরশু (৯ ডিসেম্বর) সাধারণ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হন সুইটি। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সুইটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুমে বাচ্চা প্রসব করেন। পরে তিনি সদ্য জন্ম নেওয়া নবজাতকের লাশ জানালা দিয়ে ফেলে দিলে দেহটি জানালার কার্নিশে আটকে যায়।
সকালে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে খবর দেয়া হয়। তবে প্রসবের সময় নবজাতকটি জীবিত ছিল কি না তা এখনও জানা যায়নি। রাতে সুইটির স্বামী রাজিবও হাসপাতালে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাবাসাদে বাচ্চাটি নিজেদের বলে স্বীকার করেছেন ওই দম্পত্তি। নাটোর সদর হাসপাতালের সহকারি পরিচালক আনছারুল ইসলাম হক জানান, নবজাতকের বিষয়টি অবহিত হওয়ার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা জিজ্ঞাসাবাদ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ