বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন ৪নং ওয়ার্ড কাজী বাড়ির বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সদস্য মরহুম কাজী মহসিন এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর ) সকাল ১১ টায় রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং জানাজা নামায শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মহসিনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার’ প্রদানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন । এসময় অন্যানদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, রাজনীতিবিদ শাহনেওয়াজ চৌধুরী, ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান, সাবেক চেয়ারম্যান আবুল মনসুর, আওয়ামীলীগ নেতা আলী আবরাহা দুলাল সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মরহুম মুক্তিযোদ্ধা কাজী মহসিন করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।