Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিচারককে লাঞ্ছিত করলেন আওয়ামী লীগ নেতার ছেলে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১০:২০ পিএম

উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারককে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগ নেতার ছেলে। এ সময় জনতা ওই আওয়ামী লীগ নেতার ছেলেসহ দু’জনকে ধরে পুলিশে দিয়েছে।
বুধবার বিকেলে নগরীর পতেঙ্গা থানার চরপাড়া আউটার রিং রোডে এ ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন এ ঘটনায় আটক আলী আকবর নগরীর বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হাজী ইকবালের ছেলে। আটক অপর জন হাসান আলী জিসান স্থানীয় জনৈক হাজী লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি জানান, আটক দু’জন আউটার রিং রোডে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসেন। এসময় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পঞ্চম যুগ্ম জজ জহির উদ্দিন ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেল তার গাড়ির সামনে পড়লে তিনি উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে জানতে চান। এসময় তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণের পাশাপাশি বিচারককে মারধর করেন।

আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার আসামি। ২০১৮ সালের ২৬ মার্চ হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে মহিউদ্দিনকে খুন করা হয়েছিল। হাজী ইকবালকে স্থানীয় আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হলেও তিনি আওয়ামী লীগের নেতা পরিচয় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ