Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারী মাদ্রাসায় মাওলানা মামুনুল হক

হাটহাজারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৭:৪৭ পিএম

দরুল উলুম হাটহাজারী মাদ্রাসায় (বড় মাদ্রাসা) এসেছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনিযুক্ত যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আলোচনায় আসা মামুনুল মাদ্রাসায় পৌঁছান বুধবার (৯ ডিসেম্বর) ৩টার দিকে। সেখানে তিনি অবস্থান করেন বিকাল পাঁচটা পর্যন্ত। তবে তার মাদ্রাসায় আগমন নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী মাওলানা মামুনুল হকের মাদ্রাসায় আগমনের সত্যতা নিশ্চিত করে বলেন, “তিনি (মামুনুল হক) মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করতে এসেছেন। জিয়ারত শেষে হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।”
অন্য একটি সূত্র জানিয়েছে, মামুনুল হক চট্টগ্রামে তার বোনকে দেখতে এসেছেন। সেখান থেকে মরহুম শফী হুজুরের কবর জিয়ারত করতে হাটহাজারী মাদ্রাসায় এসেছেন।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ৯ ডিসেম্বর, ২০২০, ৯:০৭ পিএম says : 0
    একজন ইমানদার বেকতির আগমনে আমরা খুশি হলাম। আমিন।
    Total Reply(1) Reply
    • Md.Altaf Hossaub ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:২৬ পিএম says : 0
      মাওলানা মামুনুল হক বাতিলের আতংক। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।
  • Md.Altaf Hossain ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ পিএম says : 0
    মাওলানা মামুনুল হক বাতিলের অতংক।আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ