Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল বিমানবন্দরে যুদ্ধকালীন বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ৫:৪৯ পিএম

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ার সময় যুদ্ধকালীন বোমা পাওয়া গেছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল এ ঘটনা ঘটে। এটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

সূত্র জানায়, বুধবার (৯ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের পাইলিং-এর সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ সঙ্গেসঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হবে। ঘটনাস্থল নিরাপদ আছে।

প্রসঙ্গত, নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।



 

Show all comments
  • Nadim ahmed ৯ ডিসেম্বর, ২০২০, ৬:২১ পিএম says : 0
    হূযুগে বাঙ্গালী এবার TV টকশো করবে, সামরিক এনালিস্ট দের ডাকবে আর এরই মাঝে কোন গুরূত্বপূর্ণ ঘটনা চাপা পরে যাবে।
    Total Reply(0) Reply
  • জী এম ওসমান গনি ৯ ডিসেম্বর, ২০২০, ৭:৪৮ পিএম says : 0
    ভালো
    Total Reply(0) Reply
  • মোঃ দুলাল মিয়া ৯ ডিসেম্বর, ২০২০, ৯:২০ পিএম says : 0
    আপনাকে ধন্যবাদ ঠিকই বলেছেন,এখন মশা মারতে কামান পিটিং করবে,যাইয়া দেখেন বোমার ভিতর যেগুলো ছিল সেটাতে আগেই ডেমিজ হয়ে গেছে।এখন এইটা নিয়ে অযথা টাকা খরছ করবে।আর পাকিস্তান ইস্যু আরম্ভ হবে।অন্য যে গুলি গুরুত্বপূর্ণ সেগুলিকে ডাকাদিতে থাকবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোমা উদ্ধার

২০ জানুয়ারি, ২০১৯
১৫ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ