পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর বড়পোলে শতাধিক স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম বন্দরের মূল্যবান দুই একর জমি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কাট্টলী এলাকায় তিনটি ইটের ভাটা গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়েছে দেড়শ একর খাস জমি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি অভিযান পরিচালিত করা হয়।
নগরীর বড়পোলের অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। অভিযানে শতাধিক দোকান, সেমিপাকা বসতঘর ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করে বন্দরের দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।
অভিযানে বন্দরের অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ২০ জন শ্রমিক ও ২০ জন আনসার অংশ নেন। এ সময় তিনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা।
এদিকে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে বঙ্গোপসাগর তীরবর্তী এলাকায় তিনটি ইটের ভাটা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অভিযানে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. নুরুল্লাহ নূরী এবং চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
উমর ফারুক জানান, উত্তর কাট্টলীর বঙ্গোপসাগরের তীরবর্তী সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চলের নিকটবর্তী প্রায় শতাধিক একর সরকারি খাস জায়গা ঘিরে গড়ে উঠা কেএমএল ব্রিকস ও এমআরএস ব্রিকস নামক দুটি ইট ভাটা উচ্ছেদ করা হয়। এতে ১৫১ একর সমুদ্র তীরবর্তী সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সরকারি খাস জায়গা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত জায়গার বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। অভিযানে বায়েজিদ-ফৌজদারহাট সিডিএ লিংক রোডের পাশে অবৈধভাবে গড়ে উঠা এসবি ব্রিকস নামক ইট ভাটাও উচ্ছেদ করা হয়। কোনরকম লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ছাড়াই সরকারি খাস জমিতে এসব ইটের ভাটা গড়ে উঠে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।