Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৯ বছরেও স্বীকৃতি পাননি শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পুলিশ কনেস্টবল মো. শাহ আলম শরীফ গত সোমবার দায়িত্বরত অবস্থায় পাক বাহিনীর হাতে শাহাদাৎ বরণ করেন। স্বাধীনতার ৪৯ বছরেও এই শহীদ মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম শরীফ (নিঃসন্তান) বাদুরা গ্রামের মৃত মো. আবুল হোসেন শরীফের ছেলে।
শহীদের পারিবারিক সূত্রে জানা যায়, মো. শাহ আলম শরীফ ১৯৬৯ সালে পুলিশ কনেস্টবল পদে চাকরিতে যোগদান করেন (তার কং নং-৩২২)। মহান মুকিযুদ্ধের সময় তিনি পটুয়াখালী পুলিশের অস্ত্রাগারে দায়িত্বরত ছিলেন। ৭ ডিসেম্বর পাক বাহিনী অস্ত্রাগার আক্রমন করলে কনেস্টবল শাহ আলম জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় পাক বাহিনীর গুলিতে শাহ আলম শাহাদাৎ বরণ করেন। পরবর্তীতে তার লাশ খুজে পাওয়া যায়নি। স্বাধীনতার ৪৯ বছরেও শহীদ মুক্তিযোদ্ধা শাহ আলম শরীফের রাষ্ট্রীয় স্বীকৃতি না মেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজনরা।
শহীদের ভ্রাতুষ্পুত্র ও মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ জানান, শাহ আলম শরীফ দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বাদুরা বাজার-সাফা বাজার রাস্তাটি শহীদ শাহ আলম শরীফের নামকরণের জন্য প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে দাবি জানেিয়ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ