রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউপির বলিদাপাড়া গ্রামের মসলেম মন্ডলের বাড়ি ও জিকে ক্যানেলের পাশের নিম গাছ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির গলায় রশি দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই ব্যক্তির নাম জাফর ইকবাল (৫১)। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর হাড়িয়াদহ গ্রামের ফজলুল হকের ছেলে।
পুলিশ লাশের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগের ভেতর জাতীয় পরিচয়পত্র দেখে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় বলে জানা গেছে। তবে বাড়ি থেকে দূর এলাকায় এসে আত্মহত্যার কারণ কি তা নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে সত্যিই ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা? তা জানতে পোস্টমর্টেমের প্রাপ্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।