Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করা হলে দাতভাঙ্গা জবাব দেয়ার হুশিয়ারী সিলেট মহানগর ছাত্রলীগের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ৮:১৫ পিএম

কুষ্টিয়ায় বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠি কর্তৃক জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিক্ষোভ মিছিল। আজ মঙ্গলবার বিকাল ৪টায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেইটের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রিকাবিবাজার পয়েন্টে এসে শেষ হয়। সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসাইন মুহাম্মদ সাগরের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ হামিমের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ । এসময় নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন সিলেটের মাটিতে মৌলবাদীদের কোন স্থান হবে না। যদি সিলেটের মাটিতে কোথাও ধর্মের নাম করে অরাজকতা সৃষ্টি করা হয় তাহলে সিলেট মহানগর ছাত্রলীগ তার দাতভাঙ্গা জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ