রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পিরোজপুরের মঠবাড়িয়ার ১২৬নং মিরুখালী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মিত্রের অপসারণ চেয়ে মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে গতকাল সোমবার সকালে শতাধিক নারী ও পুরুষ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় অভিভাবক শাহিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিরুখালী কলেজ শিক্ষিকা খালেদা আক্তার, অভিভাবক খোকন মৃধা, মহারাজ হাওলাদার, ঊম্মে কুলসুম, শহিদুল গাজী ও রফিকুল গাজী। বক্তারা বলেন, সুভাষ মিত্র এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্নভাবে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম করে আসছেন। স্কুলের নামে বরাদ্ধ সিøপের টাকা, রুটিং মেরামতসহ বিভিন্ন উন্নয়নের টাকা নামমাত্র খরচ করে বাকি লাখ-লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারা আরও বলেন, ম্যানেজিং কমিটির মেয়াদ গত মার্চ মাসে শেষ হলেও নতুন কমিটি গঠন করতে গরিমসি করতে থাকেন। এমনকি নতুন কমিটি গঠন প্রক্রিয়া বানচাল করার জন্য ভুয়া অভিভাবক বানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে মামলা করে কমিটি গঠন স্থগিত করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক সুভাষ মিত্র সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সব কাজ সঠিকভাবে হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।