Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবি’র নতুন ভিসি ড. রাশিদ আসকারী ও ট্রেজারার ড. সেলিম তোহা

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইবি রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে প্রফেসর ড. রাশিদ আসকারী ও ট্রেজারার হিসেবে প্রফেসর ড. সেলিম তোহাকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে ইংরেজি বিভাগের প্রফেসর ড. রাশিদ আসকারী ও আইন ও মুসলিম বিধান বিভাগের প্রফেসর ড. সেলিম তোহাকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন। তাদেরকে আমাগী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ বলেন,‘শিক্ষা মন্ত্রণালয় থেকে বিকাল সোয়া তিনটার দিকে একটি ফ্যাক্স বার্তায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে প্রফেসর ড. রাশিদ আসকারী ও ট্রেজারার পদে প্রফেসর ড. সেলিম তোহাকে মহামান্য রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। তিনি আরো বলেন, বিকাল পৌঁনে চারটার দিকে তারা দু’জনেই দায়িত্ব গ্রহন করেছেন।’
ভিসি হওয়ার আগে প্রফেসর ড. রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ড. রাশিদ আসকারী একাধারে একজন লেখক, সাহিত্যিক, কলামিস্ট হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন।
ট্রেজারার হওয়ার আগে প্রফেসর ড. সেলিম তোহা বিভাগীয় সভাপতি, অনুষদীয় ডিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, আই আই ই আর এর পরিচালকের দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ