বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক শফিকুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ রোববার সকালে যশোর-মাগুরা সড়কের উপশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার হাজীপুর গ্রামে।
আহতরা হলেন-ট্রাক চালক আবুল (৫০), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাদল হাওলাদার (৪৮), অভয়নগরের চলশিয়া গ্রামের আরাফাত (২০) ও সাতক্ষীরার শিপন।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন জানান, সকালে একটি ট্রাক উপশহর এলাকার একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে রাস্তায় উঠতেই সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক শফিকুল ইসলাম মারা যান। এসময় আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।