বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নুরে আলমগীর (৫৫) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যান নিহত হয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরে আলমগীরের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার দীঘলিয়া উত্তরপাড়ায়। তিনি বনপাড়া এলাকায় ভাড়া থেকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-দুই এ লাইনম্যান হিসেবে কাজ করতেন।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট হামিদুল ইসলাম জানান, আলমগীর সকালে বনপাড়া থেকে মোটরসাইকেলে করে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কালিকাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে আলমগীর গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আলমগীরকে আমেনা ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।