বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেট নগরীর কুয়ারপারে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেত্রী শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত ১০টা দিকে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খুলিয়াপাড়াস্থ বাসায় ফিরছিলেন তাজুল ইসলাম। এসময় কুয়ারপার গরম দেওয়ান মাজারের সামনে মোটরসাইকেল যোগে এসে তিন যুবক তাজুলকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১১টার দিকে অপারেশন থিয়েটারে মারা যান তিনি।
নিহত তাজুলের ভাই নূরুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে তার ভাইয়ের উপর হামলা হয়েছে। হামলাকারীদের মধ্যে হারিছ ও মারুফ নামের দুই সন্ত্রাসী ছিল বলে দাবি করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।