Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মী আটক

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের ছয় উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীসহ ৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার মধ্য রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
২১ জামায়াত-শিবির নেতাকর্মীরা হলেন- মহেশপুর উপজেলার ক্যাম্পপাড়ার মনিরুল ইসলাম, সেজিয়া গ্রামের শাহাজান আলী, একই গ্রামের শফিউদ্দিন, শহিদুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার আমিনুর রহমান, হাসপাতাল এলাকার শফিউদ্দিন, বলাবাড়ীয়া গ্রামের আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, পারলাট গ্রামের আব্বাস আলী, দুধসরা গ্রামের মনির হোসেন, কাগমারী গ্রামের জয়নাল আবেদিন, একই গ্রামের আওলাদ, গুড়পাড়া গ্রামের আবু বকর, কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রাকিব উদ্দিন, হরিণাকুণ্ড উপজেলার চটকাবাড়ীয়া গ্রামের রাহাজ উদ্দিন, মান্দারতলা গ্রামের আব্দুর রাজ্জাক, শৈলকূপা উপজেলার রানীনগর গ্রামের নওশাদ মোল্লা, আনিপুর গ্রামের মইনুদ্দিন, একই গ্রামের রাশেদুল ইসলাম, আনন্দনগর গ্রামের মহিউদ্দিন এবং সদর উপজেলার শালিয়া গ্রামের আশিকুর রহমান। এছাড়া, বিভিন্ন মামলায় আরো ৩৩ জনকে আটক করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আটকদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ