Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনায় ২ নারী পুরুষের মৃত্যু : সনাক্ত আরো ১০ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ৭:১৩ পিএম

সিলেটে করোনায় মৃত্যুবরণ করেছেন আরও দুইজন। একজন পুরুষ (৬২) ও একজন মহিলা (৪৬)। শনিবার (৫ ডিসেম্বর) শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এদু’জন। পুরুষের বয়স বছর। পুরুষের গ্রামের বাড়ি মৌলভীবাজারে, মহিলার বাড়ি সুনামগঞ্জে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান জানান, এই দুজনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৭। এর মধ্যে সিলেট ১৮২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২৩ জন। বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০ জন। এর মধ্যে সিলেট ৬ ও হবিগঞ্জে ৪ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, আজ রোববার (৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্তবিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৭৯২। এ মধ্যে সিলেট ৮৫৭০, সুনামগঞ্জে ২৪৭৫, হবিগঞ্জে ১৯১১ ও মৌলভীবাজারে ১৮৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন। এর মধ্যে সিলেট ২১ ও হবিগঞ্জের ১৩ জন। এই ৩৪ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্তবিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৬০৩ জন। এর মধ্যে সিলেটে ৭৮৯৫, সুনামগঞ্জে ২৪১৬, হবিগঞ্জে ১৫৭৭ ও মৌলভীবাজারে ১৭১৫ জন। সকাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৯জন করোনা রোগী। এর মধ্যে সিলেট ৪৮ ও হবিগঞ্জে ১জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ