বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশ লাইনসহ সব থানা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। রোববার আরএমপি পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার কনস্টবল থেকে শুরু করে উর্ধ্বতন ও অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন আবেদন শোনেন এবং তা বিধি মোতাবেক দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। তিনি করোনাভাইরাস পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।
কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান প্রমুখ। এ সভার আগে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আরএমপি পুলিশ লাইন্স মাঠে গ্র্যান্ড মাষ্টার প্যারেডে সালাম গ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।