Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে ট্রেনে কাটা পড়ে ৫ গরু ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচ গরু ব্যবসায়ী।
শনিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারাগাছ মিনাজ বাজার গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৫৫), একই গ্রামের খোকা মিয়ার ছেলে মুকুল মিয়া (৪৫), পলামারীচর এলাকার আবু বক্কর (৫৭), হারাগাছ মিনাজবাজার গ্রামের হাফিজ্জার কসাই (৫৫) ও নসিমন চালক রবিউল ইসলাম। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহতরা হলেন- আলফাজ, আনারুল, সেলিম, নুরুজ্জামান, বাসার আলী। আহতদের রংপুর মেডিকেল (রমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ