Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ২ যুবক নিহত

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত ২ যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা জঙ্গি গোষ্ঠীর সদস্য। আজ রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে মধুপুর উপজেলার টেলকি এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, রোববার রাতে ওই এলাকায় চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি মোটর সাইকেলে করে আসা ২ যুবককে সিগন্যাল দেয় চেকপোস্টে কর্তব্যরত গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় মোটরসাইকেলে থাকা যুবকরা চাপাতি দিয়ে গোয়েন্দা পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে গোয়েন্দা পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে ২ যুবক গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভলভার, ৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায় নি। পুলিশের ধারণা, নিহতরা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য। এই ব্যাপারে তদন্ত চলছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ