বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলসহ ৫ দফা দাবী আদায় লক্ষ্যে চলতি মৌসুমে আখ মাড়াই চালুর দাবীতে গত ৩ াদন ধরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের সমন্বয়ে কর্ম বিরতী ও সেতাবগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল পালন করেছে। এর আগে গত বুধবার থেকে তারা দাবী আদায়ের লক্ষে চিনিকলের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন।
গতকাল ১০ টায় সেতাবগঞ্জ চিনিকলের মূল ফটকের সামনের সড়কে আখচাষী কল্যাণ সমিতি ও শ্রমিকÑকর্মচারী ইউনিয়ন অবস্থান কর্মসূচী পালন করে। পরে, তারা পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে চিনি কলের মূল ফটকে এসে শেষ হয়।
মিছিলে শ্রমিক-কর্মচারীরা তাদের পাঁচ দফা দাবির স্বপক্ষে স্লোগান দিতে থাকে । শ্রমিক কর্মচারীদের দাবী চলতি মৌসুমে আখ মাড়াই সীদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে শ্রমিকদের বেতন ভাতাদি প্রদান এবং আখ মাড়াই কার্যক্রম চালুর জোর দাবী করেন।
এদিকে,চিনি কলের সদর দপ্তর থেকে মন্ত্রনালয়ের পাঠানো এক চিঠিতে সেতাবগঞ্জ চিনি কল সহ ছয়টি মিলের মিল থেকে এবছর চিনি উৎপাদন বন্ধ এবং নয়টি মিলে চিনি উৎপাদন কার্যক্রম চালু রাখতে বলা হয়ছে। সেই থেকেই সেতাবগঞ্জ মিলটি চালু রাখতে আন্দোলন করে আসছে শ্রমিক-কর্মচারীরা।
সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহান বলেন, মুজিববর্ষে চিনিকলগুলো যাতে বন্ধ না হয় এজন্য আমাদের আগে থেকে কর্মসূচি চলতেছিল। গতবুধবার সকালে আমরা হঠাৎ জানতে পারি এবছর আখ মাড়াই ৬টি মিল বন্ধ, ৯টি মিল চালু থাকবে। তিনি বলেন.সারাদেশে কোন মিল বন্ধ রাখা যাবেনা। সকল মিলে চিনি উৎপাদন কার্যক্রম এক সঙে চালু রাখতে হবে। সেই সাথে আখ চাষিদের সকল কৃষি উপকরণ সরবরাহ করতে হবে।
সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জাকির হোসেন জানান,সদর দপ্তর থেকে মন্ত্রালয়ের চিঠি গত কয়েক দিন আগেই পেয়েছি। এবছরে জন্য আখ মাড়াই ৯ টি মিল চালু,৬টি মিল আখ মাড়াই কার্যক্রম স্থগিত করেছে সরকার।আমাদের এখানে যে আখটা আছে তা পাশ্বর্বতী মিল ঠাকুরগাও মিলে পাঠানোর নির্দেশনা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।