রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শীতের পোশাক কেনার টাকা না পেয়ে অভিমানে সম্পা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সম্পা খাতুন সাবেক ইউপি সদস্য হায়দার আলীর মেয়ে এবং তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী।
জানা যায়, সম্পা তার বাবার কাছে শীতের পোশাক কেনার জন্য ১২ হাজার টাকার আবদার করে। কিন্তু বাবা তাকে ৪ হাজার টাকা দিয়ে পরবর্তী সময়ে অবশিষ্ট টাকা দেয়ার কথা বলেন। এতে অভিমান করে সম্পা। পরে এ নিয়ে তার মা বকাঝকা করলে সে নিজ ঘরে দরজা আটকিয়ে ঘরের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো: ফজলে আশিক বলেন, বিষয়টি নিয়ে কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই গত শুক্রবার রাতেই ওই কলেজছাত্রীর লাশ দাফন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।