Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চৌগাছা সীমান্তে ৬০টি স্বর্ণের বার উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২০, ৬:৪১ পিএম

যশোরের চৌগাছা সীমান্ত থেকে সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে শাহজাদপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় এই স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার টাকা। শনিবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানায় বিজিবি।

৪৯, বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, শুক্রবার রাত ১১টার দিকে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক সিগন্যাল নুর আলমের নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ পূর্ব কোণে চৌগাছা উপজেলার শাহজাদপুর মাঠ হতে মালিকবিহীন অবস্থায় সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য চার কোটি ঊননব্বই লক্ষ ত্রিশ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার থানায় জমা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ