বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় আক্রান্ত নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সুস্থ্যতা কামনায় নীলফামারীর বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের করোনা পজিটিভ আসে। তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ জানান, সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে নমুনা দেন তিনি। সন্ধ্যায় পজিটিভ আসে। তিনি জানান, দু’একের মধ্যে নীলফামারীতে আসার কথা ছিলো তার।
প্রসঙ্গত আসাদুজ্জামান নূর ২০০১ সাল থেকে নীলফামারী-০২(সদর) আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।