Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসামি অধরা, জেলে নিরীহ ৩ শ্রমিক

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২০, ১২:০৬ এএম

সিলেটের বিশ^নাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের মাদরাসা ছাত্র শিশু রবিউল ইসলাম খুনের মামলার প্রধান আসামি ছাদিক মিয়ার ধান কাটতে গিয়ে নিরীহ ৩ শ্রমিককে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ছাদিক মিয়া খুনের মামলার আসামি একথা জানতেন না এই নিরীহ ৩ শ্রমিকরা।
গত বুধবার বিকেলে নওধার গ্রামের একটি হাওরে থেকে তাদেরকে আটক করে নিয়ে আসেন মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই দেবাশীষ। শ্রমিকরা ধান কাটার বাং, কাছি, ছাতা, জুৎ ও ছিকা নিয়ে ধান কাটার উদ্দেশ্যে বৈরাগী বাজার গেলে তাদেরকে নওধার গ্রামে নিয়ে যাওয়া হয়।
আটককৃত শ্রমিকরা হচ্ছেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেঘরি গ্রামের আইয়ুব আলীর পুত্র বাবুল মিয়া (৩০), করপাড়া গ্রামের সামছুন নুরের পুত্র শফিক নুর (১৯) ও খাজাঞ্জি ইউনিয়নের কুড়িখলা গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র মকবুল ইসলাম (৩৮)। গতকাল বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক

৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ