Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাধীনতা বিরোধীরা ঢুকে পড়েছে

কোটালীপাড়ায মুক্তদিবসের আলোচনা সভায় সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ৩:০৯ পিএম | আপডেট : ৩:০৯ পিএম, ৩ ডিসেম্বর, ২০২০

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেছেন আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার,আলবদর,আলসামস ও দালালরা ঢুকে পড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুক্তদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ আরো বলেন বিভিন্ন মাধ্যমে আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাধীনতা বিরোধী রাজাকার,আলবদর,আলসামস ও দালালরা ঢুকে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভিতর বিভেধ সৃস্টি করছে এবং আওয়ামীলীগের ভাবমুর্তি নস্ট করার চেস্টা করছে তাই এই বিজয়ের মাসে ১৬ ই ডিসেম্বরের মধ্যে রাজাকার,আলবদর,আলসামস ও দালালদের তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহব্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধার সন্তান হাজি মোঃ কামাল হোসেন শেখ বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিরে আজ প্রকৃত মুক্তিযোদ্ধারা কোনঠাসা হয়ে পড়েছেন,আমরা প্রকৃত মুক্তিযোদ্ধাদের দেখতে চাই। সভায় বিশেষ বক্তা সাবেক ভাইস চেয়ারম্যান ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হাজি মোঃ আমিনুজ্জামান খানঁ মিলন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার ও বুলবুল আহম্মেদ হাজরার সঞ্চালণায় অন্যান্যদের মধ্যে ৭১ এর গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান,মোঃ তৈয়াবুর রহমান সরদার,বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ,বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ বাড়ৈ,বীর মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্য,বীর মুক্তিযোদ্ধা সুধারঞ্জন রায়,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আজিজ বিশ্বাস,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানঁ,মুক্তিযোদ্ধা প্রজন্ম ও শ্রমিকলীগ সভাপতি রফিকুল ইসলাম তালুকদার,মিজানুর রহমান বুলবুল,সাংবাদিক এইচ এম কামাল হোসেন,টুটুল শেখ,মফিজুল ইসলাম টুটুল,নজরুল ইসলাম স্বপন,মিলন হাজরা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,রুহুল আমিন খান,আতিকুজ্জামান বাদল, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারাসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্হিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ