Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি

প্রথম ধাপের ২৫টি পৌরসভায় ১ হাজার ৩৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি সারাদেশের ৬১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের বিষয়টি নিশ্চত করেন।

অন্যদিকে প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ১ হাজার ৩৩৩ জন প্রার্থী। তাদের মধ্যে মেয়র পদে ১১২ জন, সংরক্ষিত নারী আসনে ২৮৩ এবং সাধারণ বা কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চার ধাপে অনুষ্ঠিত হচ্ছে দেশের ৩২৯টি পৌরসভা নির্বাচন। ইসির তফসিল অনুযায়ী এসব পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। সব পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, ৬১টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১।

দ্বিতীয় ধাপে যে সব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে সে গুলো হলো, চট্টগ্রাম জেলার সন্দীপ পৌরসভা (ব্যালট), খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি পৌরসভা (ইভিএম), বান্দরবান জেলার লামা পৌরসভা (ব্যালট), সিরাজগঞ্জ জেলার কাজিপুর পৌরসভা (ইভিএম), উল্লাপাড়া (ব্যালট), বেলকুচি (ব্যালট), সিরাজগঞ্জ (ব্যালট), রায়গঞ্জ (ব্যালট), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরসভা (ব্যালট), কেন্দুয়া (ইভিএম), কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভা (ব্যালট), মিরপুর (ব্যালট), ভেড়ামার (ব্যালট), কুমারখালী (ইভিএম), মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা (ব্যালট), কমলগঞ্জ (ব্যালট), নারায়নগঞ্জ জেলার তারব পৌরসভা (ইভিএম), শরীয়তপুর জেলার শরীয়তপুর পৌরসভা (ইভিএম), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভা (ব্যালট), গাইবান্দা জেলার গাইবান্দা পৌরসভা (ব্যালট), সুন্দরগঞ্জ পৌরসভা (ব্যালট), দিনাজপুর জেলার দিনাজপুর পৌরসভা (ব্যালট), বিরামপুর (ব্যালট), বীরগঞ্জ (ইভিএম), মাগুরা জেলার মাগুরা পৌরসভা (ইভিএম), ঢাকা জেলার সাভার পৌরসভা (ইভিএম), নওগাঁ জেলার নজিরপুর পৌরসভা (ইভিএম), পাবনা জেলার ভাঙ্গুরা পৌরসভা (ব্যালট), ফরিদপুর (ইভিএম),সাঁথিয়া (ব্যালট), সুজানগর (ব্যালট), ইশ্বরদী (ব্যালট), রাজশাহী জেলার কাকনহাট পৌরসভা (ইভিএম), আড়ানী (ইভিএম), ভবানীগঞ্জ (ব্যালট), সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভা (ব্যালট), হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভা (ব্যালট) নবীগঞ্জ (ব্যালট), ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভা (ব্যালট), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া (ইভিএম), মুক্তাগাছা (ব্যালট), নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভা (ইভিএম), গুরুদাসপুর (ব্যালট), গোপালপুর (ব্যালট), বগুড়া জেলার শেরপুর পৌরসভা (ব্যালট), সারিয়াকান্দি (ইভিএম), সান্তাহার (ইভিএম), সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভা (ব্যালট), জগন্নাথপুর (ইভিএম), পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভা ( ইভিএম), মেহেরপুর জেলার গাংনী পৌরসভা (ইভিএম), ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভা (ইভিএম), নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা (ইভিএম), টাঙ্গাইল জেলার ধনবাড়ি পৌরসভা (ইভিএম), কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভা (ইভিএম), ফেনীর দাগনভূঞা পৌরসভা (ইভিএম), কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌরসভা (ব্যালট), কুলিয়ারচর (ইভিএম), নরসিংদী জেলার মনোহরদী পৌরসভা (ইভিএম), নোয়াখালী জেলার বসুরহাট পৌরসভা (ইভিএম) এবং বাগেরহাট জেলার মোংলাপোর্ট পৌরসভার (ইভিএম)।

ইসি সূত্র জানিয়েছে, বতর্মানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভা

১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ