Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কোন আসক্তি উদ্ভাবনী শক্তিলোপ করে

মাগুরা পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

যে কোন আসক্তি উদ্ভাবনী শক্তিকে লোপ করে মূল কার্যক্রমকে ব্যহত করে। প্রটেক্ট ইউ এস কিটস ফাউন্ডেশন আয়োজিত সাইবার নিরাপত্তা ও আমাদের ভবিষ্যৎ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান এ কথা বলেন। সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনার সভাপতিত্বে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। 

প্রধান অতিথি আরো বলেন, যে কোন উন্নয়নের জন্য প্রয়োজন চিন্তা ভাবনা, কিন্তু অতিরিক্ত মাত্রায় ফেসবুক ও ইন্টারনেট ব্যবহার উদ্দেশ্য বাস্তবায়নে বাধা হয়ে দাড়াচ্ছে। এর থেকে যুব ও তরুন সমাজকে বের হয়ে আসতে হবে। আর তা নাহলে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব হবে না। তিনি সবাইকে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার না করার আহবান জানিয়ে সতর্কতার সাথে ফেসবুক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথির বক্তব্যে শামীম খান সাইবার নিরাপত্তার বিষয় উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে শারমিন নাহার লিনা এ কর্মসূচির উদ্দেশ্য বর্ণনা করে দীর্ঘ বক্তব্য রাখেন। কর্শালায় তরুণ ও যুবকদের প্রতিনিধি স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ