Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশান আরা সেলিমের কুলখানি আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম


ঢাকা-৭ আসনের এমপি হাজী মো. সেলিমের সহধর্মিনী মরহুমা গুলশান আরা সেলিমের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। বাদ আছর চকবাজার শাহী জামে মসজিদে কুলখানির আয়োজন করা হয়েছে।
কুলখানিতে ডিএসসিসি মেয়র, সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ স্থানীয় মুরুব্বিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

গত ২৯ নভেম্বর রাত পৌনে ১২ টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলশানআরা বেগম মারা যান। ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ওই সময় তিনি ব্যংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা করান। গত আগস্ট মাস থেকে তিনি ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ