রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জনবান্ধক প্রশাসন, জনসেবার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলওয়ে হিসাব বিভাগ, পশ্চিমাঞ্চল কর্তৃক পেনশন সেবা ডিজিটালাইজেশন এবং মানোন্নয়নের লক্ষে পার্বতীপুর রেলওয়ে পেনশন হোল্ডারদের ফিজিক্যাল ভেরিফিকেশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পার্বতীপুর রেলওয়ে ডিপিএম অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা জামশেদ মিনহাজ রহমান।
৫ দিনব্যাপী পেনশনাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রথম দিনে ডিজিলাইজেশনের মাধ্যমে ২ শতাধিক পেনশনারের ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। এই কার্যক্রমের আওতায় পার্বতীপুর রেলওয়ে পে অফিসের আওতাধীন ৭শ’ ৫১ জন পেনশনারের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে বলে সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা আনোয়ার জাহিন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিজিলাইজেশন পদ্ধতিতে পেনশনারদের ফিজিক্যাল ভেরিফিকেশন উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের পেনশনারদের পেনশন প্রদানের পদ্ধতি সহজতর করা হবে বলে জানান, অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা জামশেদ মিনহাজ রহমান। তিনি আরও বলেন, পেনশনারদের সকল সমস্যা দূরীভ‚ত করে আধুনিক পদ্ধতিতে অতি সহজেই পেনশন প্রদানের ব্যবস্থা করা হয়েছে। ফলে পূর্বের যে সমস্যা বিরাজমান ছিল এই পদ্ধতিতে সে সমস্যা কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে এই পদ্ধতিতে আরো আধুনিকায়ন করা হবে। অনুষ্ঠানে পেনশন হোল্ডার ও স্থানীয় সাংবাদিকরা ছাড়াও রেলওয়ে হিসাব বিভাগের পাকশির ডিএফএ মিলুফা আক্তার, ডিএফএ লালমনিরহাট সাইফুল ইসলাম, রেলওয়ে কেলোকার প্রধান নির্বাহী শাহ সুফি নুর মোহাম্মদসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।